বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
মলয় সরকার
এমন
করে কখনও তাকাইনি
দূরে বেজেছিল তারাদের নূপুরের
নিক্কণ,
ভেসে এসেছিল মিষ্টি ভিজে
শিউলির হাসি
আমি এমন করে কখনও তাকাইনি-
অবিমিশ্র চিন্তার নৌকা
সমুদ্রবিক্ষোভে টালমাটাল হয়ে দুলছিল,
কখনও কখনও আমার অজান্তে
নীরব ছায়াপথের সাতনরী হারের
এক-একটা মণি খসে পড়ছিল,
তাও আমি পথ হারাইনি-
আমি এমন করে কখনও তাকাইনি-
হয়তো কারোর
শরীরের মিষ্টি গন্ধ
ভেসে এসেছিল স্মৃতির পর্দায়,
বীণার ছেঁড়া তারে বেজে উঠেছিল
মিয়াঁ মল্লারের আলাপের সুর,
বুকে আর মাথায় কি অনুভূতি ছিল
কোন অতীতের মোহসন্ধ্যার-
কিছুই মনে পড়ে না। তবুও
কিসের আশা নিয়ে চেয়েছিলাম
জানি না,
তবে, এটা ঠিক যে,
এমন করে কখনও তাকাইনি।
শারদ | কবিতা
মলয় সরকার
তাকিয়েছিলাম নীল গভীর জলের মতো
ঘন অন্ধকারের দিকে,
আমি এমন করে কখনও তাকাইনি-
সমুদ্রবিক্ষোভে টালমাটাল হয়ে দুলছিল,
নীরব ছায়াপথের সাতনরী হারের
এক-একটা মণি খসে পড়ছিল,
আমি এমন করে কখনও তাকাইনি-
ভেসে এসেছিল স্মৃতির পর্দায়,
মিয়াঁ মল্লারের আলাপের সুর,
কোন অতীতের মোহসন্ধ্যার-
কিসের আশা নিয়ে চেয়েছিলাম
জানি না,
No comments:
Post a Comment