প্রাপ্তমনস্কদের পত্রিকা

নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

এমন করে কখনও তাকাইনি | মলয় সরকার

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
মলয় সরকার
 
এমন করে কখনও তাকাইনি
 

তাকিয়েছিলাম নীল গভীর জলের মতো
ঘন অন্ধকারের দিকে,
অনেকদিন এমন করে তাকাইনি।

 
দূরে বেজেছিল তারাদের নূপুরের নিক্কণ,
ভেসে এসেছিল মিষ্টি ভিজে শিউলির হাসি
আমি এমন করে কখনও তাকাইনি-
 
অবিমিশ্র চিন্তার নৌকা
সমুদ্রবিক্ষোভে টালমাটাল হয়ে দুলছিল,
কখনও কখনও আমার অজান্তে
নীরব ছায়াপথের সাতনরী হারের
এক-একটা মণি খসে পড়ছিল,
তাও আমি পথ হারাইনি-
আমি এমন করে কখনও তাকাইনি-
 
হয়তো কারোর শরীরের মিষ্টি গন্ধ
ভেসে এসেছিল স্মৃতির পর্দায়,
বীণার ছেঁড়া তারে বেজে উঠেছিল
মিয়াঁ মল্লারের আলাপের সুর,
বুকে আর মাথায় কি অনুভূতি ছিল
কোন অতীতের মোহসন্ধ্যার-
 
কিছুই মনে পড়ে না। তবুও
কিসের আশা নিয়ে চেয়েছিলাম
জানি না,
তবে, এটা ঠিক যে,
এমন করে কখনও তাকাইনি।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)