বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
অঞ্জনা মজুমদার
শারদ আনন্দ
নীল আকাশে সাদা মেঘের ভেলা
এলো এই-তো শরৎ ঋতুর খেলা
কখনো মেঘ-বৃষ্টি কখনও রোদ্দুর
আকাশ বাতাস মিলে যেন
সমুদ্দুর।
শরতের এই সোনার আলোয় ভেসে
নদী তীরের কাশফুলের তরঙ্গে হেসে
আকাশ বাতাস আগমনী গান গায়
কেমন করে জানে, মা আসবেন ধরায়।
সদ্য শিশির ভেজা সবুজ
মাঠের ঘাসে
শিউলিতলায় সাদা ফুলের মেলা বসে
ভোরের হাওয়ায় হিমেল পরশ দিয়ে
শরৎ এলো আনন্দময়ীর বোধন নিয়ে।
এসো এসো সব প্রিয়জন দূর
হতে এসো
আমরা সবে আহ্বান করি মন-প্রাণে এসো
শারদ উৎসবে সবাই মিলে
আনন্দ গান গাই
ভুলে সব ক্রোধ ধনী গরিব ভেদাভেদ নাই।
এলো এই-তো শরৎ ঋতুর খেলা
নদী তীরের কাশফুলের তরঙ্গে হেসে
আকাশ বাতাস আগমনী গান গায়
কেমন করে জানে, মা আসবেন ধরায়।
শিউলিতলায় সাদা ফুলের মেলা বসে
ভোরের হাওয়ায় হিমেল পরশ দিয়ে
শরৎ এলো আনন্দময়ীর বোধন নিয়ে।
আমরা সবে আহ্বান করি মন-প্রাণে এসো
ভুলে সব ক্রোধ ধনী গরিব ভেদাভেদ নাই।
No comments:
Post a Comment