প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, September 26, 2024

শারদ | নৌকা যাত্রা | উৎপলেন্দু পাল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

উৎপলেন্দু পাল

নৌকা যাত্রা


ভরা দরিয়ায় নৌকার পাল তুলে দিয়েছি বিজয়কেতন উড়িয়ে দিয়ে 
এক অগস্ত্য পথ পারি দেবো বলে কথা দিয়েছি মহাকালকে 
যাত্রাপথে বেঁধে নিয়েছি কম্পাসের কাঁটা উদ্ধত স্থিতিস্থাপকতায়,  
এদিকে মাস্তুল পেঁচিয়ে আকাশের দিকে মাথা তুলে আছে একটা অজগর 
তার বিকট হাঁ মুখে যেন ঈশ্বরকে গিলে ফেলার দৃপ্ত অভিপ্রায়, 
যারা ঘাড় গুঁজে প্রাণপণ দাঁড় টানছে দিবারাত্র ছন্দোবদ্ধ বা ছন্দবিহীন 
তাদের বিনীত মাথাগুলো কারা যেন কেটে নিয়ে গেছে কোন ধর্ষিত রাতে 
কবন্ধ প্রত্যয়ে তারা তবুও দাঁড় টানে 'বদরে'র আকুল ভরসায়,  
এখন নদীতীরের মাতাল দখিনা বাতাস বড্ড অনিশ্চিত, এলোমেলো,
পশ্চিমের আকাশে উদ্ধত ফণা তুলে আছে অসংখ‍্য আগ্রাসী কালসাপ 
তাদের লেলিহান জিভ থেকে ঝরে পড়ছে প্রজন্মান্তরের ক্রোধ 
তাদের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে নৌকার তথাকথিত অমল ধবল পালে,  
যে মাঝি এতকাল ধরে হাল ধরে আছে নিমগ্ন অটল বিশ্বাসে 
তার পক্ষাঘাতগ্রস্ত ডান হাতে বাঁধা ছিল এক মহা মৃত্যুঞ্জয় তাবিজ  
সে তাবিজের মোম ও মরিচার আড়ালে নিস্তেজ সেই অমর ঔষধি
তার বাঁ হাতে পেঁচিয়ে আছে কতিপয় বিষহীন হেলে আর জলঢোঁড়া  
জলের স্রোতের বিপরীতে সাঁতরে আসছে ঝাঁকে ঝাঁকে প্রতিস্পর্ধী মেরুদণ্ডী মাছ
তাদের ধারালো দন্তরাগে লেগে আছে অহিংস রক্তপাতের সহিংস বিশ্বাস, 
জলের তলায় তলায় কখন যে কোন স্রোত বয়ে যায় কী জানি!
কখন যে বদলে বদলে যায় সময়ের নিষ্ঠুর চলন কী জানি!
ভরা দরিয়ার চেনা আকাশ জুড়ে আজ অচেনা ঝড়ের মেঘের আনাগোনা 
আমি গলুইয়ের উপর নির্বিকল্প বসে আছি শুধু যাত্রা শেষের অপেক্ষায়।
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)