বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
সুশান্ত বিশ্বাস
হঠাৎ এক দিন
মৃত্যু কাছে এসে দাঁড়ালেও
অনেক সময় মানুষ বুঝতে পারে না মৃত্যুর গোপন উপস্থিতি
তাই বয়সজনিত অসুখ শরীরে বাসা বাঁধলেও সেটাকে খুব একটা আমল না দিয়ে 'দিব্যি আছি' ভেবে হাসি মুখে পার করে দেয় দিন।
তাই বয়সজনিত অসুখ শরীরে বাসা বাঁধলেও সেটাকে খুব একটা আমল না দিয়ে 'দিব্যি আছি' ভেবে হাসি মুখে পার করে দেয় দিন।
কিন্তু সেই 'দিব্যি আছি'টাই যখন ক্রমশ বিপদসীমার দিকে এগিয়ে যায়
কখন যেন একটা অজানা ভয় গ্রাস
করে অজান্তে
মনে হয়, হঠাৎই কিছু একটা হয়ে যাবে না তো!
তারপর যত দিন যায়—
গাদাগুচ্ছের টেস্ট এবং ওষুধের সঙ্গে কী এক বিদঘুটে সম্পর্ক তৈরি হতে হতে ক্ষয় হতে থাকে আত্মবিশ্বাস
হঠাৎ এক দিন, নিজে তো বটেই, অন্য কেউও চরম মুহূর্তটাকে আঁচ করার আগেই
একটা অচেনা হাত এসে টেনে
নিয়ে যায়,
যেখান থেকে আর ফিরে আসে না কেউ।
মনে হয়, হঠাৎই কিছু একটা হয়ে যাবে না তো!
গাদাগুচ্ছের টেস্ট এবং ওষুধের সঙ্গে কী এক বিদঘুটে সম্পর্ক তৈরি হতে হতে ক্ষয় হতে থাকে আত্মবিশ্বাস
হঠাৎ এক দিন, নিজে তো বটেই, অন্য কেউও চরম মুহূর্তটাকে আঁচ করার আগেই
বেশ ভালো লাগলো
ReplyDelete