বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
জি.বি.এম রুবেল আহম্মেদ
আকাশ
বনাম প্রাক্তন
রং | কবিতা
জি.বি.এম রুবেল আহম্মেদ
সবাই বলে আকাশ নাকি
শূন্যে ভাসা অনেক দূরে
আমার চোখে অধিক কাছে
ঢেউয়ের মাঝে নদীর তীরে
এই তো আকাশ, চোখের কোণে
গাছের ফাঁকে উঁকি মারে
যখন তখন দেখা মেলে
সুখে-দুখে পাশে থাকে
দেখি তাকে ইচ্ছে হলে
হৃদয় মাঝে আপন করে
শূন্যে ভাসা অনেক দূরে
আমার চোখে অধিক কাছে
ঢেউয়ের মাঝে নদীর তীরে
এই তো আকাশ, চোখের কোণে
গাছের ফাঁকে উঁকি মারে
যখন তখন দেখা মেলে
সুখে-দুখে পাশে থাকে
দেখি তাকে ইচ্ছে হলে
হৃদয় মাঝে আপন করে
প্রাক্তন আমার থাকে দূরে
দেখা হয় না যুগযুগ ধরে
ইচ্ছে হলেও যায় না ছোঁয়া
হারিয়ে গেছে অন্য নীড়ে
তাই তো বলি আকাশ তুমি
কেমনে থাকো আপন ঘরে?
প্রাক্তন সে তো হিংসা করে
ভেজাল যত তার অন্তরে
আকাশ তুমি স্বচ্ছ কেন—
হিংসা কি নেই তোমার তরে?
দেখা হয় না যুগযুগ ধরে
ইচ্ছে হলেও যায় না ছোঁয়া
হারিয়ে গেছে অন্য নীড়ে
তাই তো বলি আকাশ তুমি
কেমনে থাকো আপন ঘরে?
প্রাক্তন সে তো হিংসা করে
ভেজাল যত তার অন্তরে
আকাশ তুমি স্বচ্ছ কেন—
হিংসা কি নেই তোমার তরে?
No comments:
Post a Comment