বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
মধুপর্ণা
বসু
মুক্ত প্রেম
বিথার নীল আকাঙ্ক্ষা ছুঁড়ে ফেলে
যেমন মিথ্যে পোশাক ছেড়ে নগ্ন চরিত্র
প্রিয় মন মুক্তির উৎসব আমাকে দেখে
সাদা পাতায় লিখছি কাজল ধোয়ার মন্ত্র
সব সন্ধির শেকল টুকরো নদী ভেসে গেছে,
এই অমলিন হাসি মুখ কত তুচ্ছতম গয়না!
যেমন মিথ্যে পোশাক ছেড়ে নগ্ন চরিত্র
প্রিয় মন মুক্তির উৎসব আমাকে দেখে
সাদা পাতায় লিখছি কাজল ধোয়ার মন্ত্র
সব সন্ধির শেকল টুকরো নদী ভেসে গেছে,
এই অমলিন হাসি মুখ কত তুচ্ছতম গয়না!
No comments:
Post a Comment