বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে
কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
আত্রেয়ী সরকার
বর্ষার ক্যানভাসে আমার শহর
এক পশলা বৃষ্টি নেমেছে আজ,
ভোরের আড়মোড়া ভেঙে শহরটা
জাগার আগেই, ধূলোয় ধূসর
শহরের ক্যানভাসটা পরিষ্কার
হয়ে গেছে আজ।
ভোরের আড়মোড়া ভেঙে শহরটা
জাগার আগেই, ধূলোয় ধূসর
শহরের ক্যানভাসটা পরিষ্কার
হয়ে গেছে আজ।
চায়ের দোকানের টিনের চালে
টাপুরটুপুর বৃষ্টির মূর্ছনা,
বোকা বাক্সে আবহাওয়ার খবরে
বাংলায় বর্ষার সূচনা।
দূরে কোথাও রেডিয়ো থেকে
ভেসে আসছে মেঘ মল্লারের সুর,
ফুটপাথে শুয়ে থাকা মানুষগুলো
আচমকা বৃষ্টিতে আধো ঘুম চোখে বিছানা গুটিয়ে দিচ্ছে দৌড়।
ছোট ছোট ছেলেমেয়েগুলো
বাড়ি ফিরে যাচ্ছে,
রাস্তার খানাখন্দ গর্তের জলে
তাদের জুতো- মোজা, স্কুল ড্রেস
সব ঝুপ্পুস ভিজে,
স্কুল ছুটি, আজ রেনি-ডে।
যে মেয়েটার চোখের জলে
বালিশ ভিজেছে সারারাত,
সে-ও আজ চোখ মুছে অবাক
চোখে দেখছে বৃষ্টির ধারাপাত।
আমার চেনা ব্যস্ত শহর
গতি হারিয়েছে আজ,
তবু থমকায়নি কাজ।
তোমার গ্রামের মতো ভিজে
মাটির সোঁদা গন্ধ নেই,
শ্যামল বনানীর স্নিগ্ধ রূপও নেই
তবুও আমার শহরের ইট কংক্রিটের ভিড়ে,
কোথাও যেন আছে আলগা
ভালবাসা, ভাললাগা ঘিরে।
চেনা শহরটায় আলসেমি আর
ব্যস্ততার মিশেলে বর্ষার মনতাজ।
আমার ভালবাসার শহরে
কয়েক পশলা বৃষ্টি নেমেছে আজ।
টাপুরটুপুর বৃষ্টির মূর্ছনা,
বোকা বাক্সে আবহাওয়ার খবরে
বাংলায় বর্ষার সূচনা।
দূরে কোথাও রেডিয়ো থেকে
ভেসে আসছে মেঘ মল্লারের সুর,
ফুটপাথে শুয়ে থাকা মানুষগুলো
আচমকা বৃষ্টিতে আধো ঘুম চোখে বিছানা গুটিয়ে দিচ্ছে দৌড়।
ছোট ছোট ছেলেমেয়েগুলো
বাড়ি ফিরে যাচ্ছে,
রাস্তার খানাখন্দ গর্তের জলে
তাদের জুতো- মোজা, স্কুল ড্রেস
সব ঝুপ্পুস ভিজে,
স্কুল ছুটি, আজ রেনি-ডে।
যে মেয়েটার চোখের জলে
বালিশ ভিজেছে সারারাত,
সে-ও আজ চোখ মুছে অবাক
চোখে দেখছে বৃষ্টির ধারাপাত।
আমার চেনা ব্যস্ত শহর
গতি হারিয়েছে আজ,
তবু থমকায়নি কাজ।
তোমার গ্রামের মতো ভিজে
মাটির সোঁদা গন্ধ নেই,
শ্যামল বনানীর স্নিগ্ধ রূপও নেই
তবুও আমার শহরের ইট কংক্রিটের ভিড়ে,
কোথাও যেন আছে আলগা
ভালবাসা, ভাললাগা ঘিরে।
চেনা শহরটায় আলসেমি আর
ব্যস্ততার মিশেলে বর্ষার মনতাজ।
আমার ভালবাসার শহরে
কয়েক পশলা বৃষ্টি নেমেছে আজ।
No comments:
Post a Comment