বাতায়ন/মাসিক/কবিতাণু/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতাণু
সুশান্ত সেন
মেয়েটি ও অন্যান্য
মেয়েটি
মেয়েটি কত
কথা ভাবে
কত স্বপ্ন রচনা করে মনে।
সব বৃথা।
আঁচড়াআঁচড়ি
করে পুরুষেরা তাকে পথের ধারে ফেলে রাখে।
সে মন গুঁড়িয়ে গুঁড়িয়ে পাখি হয়ে উড়ে চলে
যায়।
সংখ্যা
সংখ্যা
দিয়ে ভরিয়ে দিলাম আকাশ
লিখে দিলাম এই নীল রাজত্ব আমার
পাখিগুলো বেশ এক দেশ থেকে অন্য দেশে ভাসছিল
গুলি করে নামিয়ে আনলাম মাটিতে।
কিছুক্ষণ
নদী পাড়ে
হাতে হাত রেখে বসে থাকা যায়
কিছুক্ষণ
পাহাড়েও চড়া যায় পাশাপাশি হাত ধরে ধরে
কিছুক্ষণ।
খিদে পেলে
সব ছেড়েছুড়ে
বাস ধরতে ছুটে যেতে হয়
সেখানে ভুরু কুঁচকে বসে থাকে গোমস্তারা
সবসময় ব্যস্ত ব্যস্ত মুখ করে
আর ঘড়ি দেখে।
যুদ্ধু
চলো একটু
যুদ্ধু যুদ্ধু
খেলা খেলি বাঁশবাগানে
মাচার ওপর চাঁদ ওঠার আগেই
শানিয়ে নেব তরোয়াল।
তার মধ্যেই
এর কুমড়োটা ওর লাউটা
পেড়ে নেওয়া যাবে।
দু-একটা মাছি মশা মারা পড়লে ক্ষতি কী।
কত স্বপ্ন রচনা করে মনে।
যায়।
লিখে দিলাম এই নীল রাজত্ব আমার
পাখিগুলো বেশ এক দেশ থেকে অন্য দেশে ভাসছিল
গুলি করে নামিয়ে আনলাম মাটিতে।
কিছুক্ষণ
পাহাড়েও চড়া যায় পাশাপাশি হাত ধরে ধরে
কিছুক্ষণ।
বাস ধরতে ছুটে যেতে হয়
সেখানে ভুরু কুঁচকে বসে থাকে গোমস্তারা
সবসময় ব্যস্ত ব্যস্ত মুখ করে
আর ঘড়ি দেখে।
মাচার ওপর চাঁদ ওঠার আগেই
শানিয়ে নেব তরোয়াল।
পেড়ে নেওয়া যাবে।
No comments:
Post a Comment