বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
প্রতীক
মিত্র
ব্যর্থতায়
ব্যর্থতা
সংখ্যায় ধরে রাখব বলে
আলোর সাথে সখ্যতা করিয়েছি আড়ালের।
পটভূমির বেলা বড় যেন অপ্রাসঙ্গিক দিগন্ত
চেনা ঘরের চাপা গন্ধে থোকা থোকা মুহূর্ত উদ্ভ্রান্ত।
আলোর সাথে সখ্যতা করিয়েছি আড়ালের।
পটভূমির বেলা বড় যেন অপ্রাসঙ্গিক দিগন্ত
চেনা ঘরের চাপা গন্ধে থোকা থোকা মুহূর্ত উদ্ভ্রান্ত।
বোঝাপড়া
চুপিসারে, স্মৃতির
এক-একটা কণায় নদীর পাড়ে
বসে থেকে থেকে চেতন নির্দ্ধিধায় ছদ্মবেশ ধরে।
ধাপ টপকানোর পর অভিযোগ আর উচ্চারণের,
দু’চোখ বুজে
খিল্লি করতে ইচ্ছে করে নিয়মের।
হাসে যারা তারা দর্শক না হলে আমি কোন কুশীলব?
চল্লিশে কী হেলায় ঢুলুনি আসে আপোষে মোড়া কলরব।
উপসংহার নুইয়ে পড়ুক ভারে আমি আছি সেই দলে
আগে থেকেই পরাজিতেই আয়নায় হেসে তারস্বরে।
বাকি ব্যর্থতা সংখ্যায় ধরে রাখব বলে
আলোর সাথে সখ্যতা করেছি আড়ালের।
বসে থেকে থেকে চেতন নির্দ্ধিধায় ছদ্মবেশ ধরে।
ধাপ টপকানোর পর অভিযোগ আর উচ্চারণের,
হাসে যারা তারা দর্শক না হলে আমি কোন কুশীলব?
উপসংহার নুইয়ে পড়ুক ভারে আমি আছি সেই দলে
আগে থেকেই পরাজিতেই আয়নায় হেসে তারস্বরে।
বাকি ব্যর্থতা সংখ্যায় ধরে রাখব বলে
আলোর সাথে সখ্যতা করেছি আড়ালের।
No comments:
Post a Comment