বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
বিশ্বজিৎ
সেনগুপ্ত
হাসি এসে দাঁড়ালেই
হাসি এসে
দাঁড়ালেই
অভিমান ঝরনার জলের মতো
সরে যায়। ফুল আর ফুলদানির
পারস্পরিকতার অনিবার্য বোধের আবহে
সুসময় ফিরে আসে
মাঝের
অসময়ের বর্ধমান অস্থিরতা,
জটিল
ফ্যাঁকড়াগুলো
ক্রমশ শিথিল-
তৃপ্তি আর আহ্লাদ ততধিক
গভীর গোপনীয়া সংকেতে
ব্যবধান মুছে দিয়ে যায়...
হাসি এসে দাঁড়ালেই মন ভরে যায়
শব্দরা ডানা মেলে
হাসিকে সাজায়!
তখন হাসিকে নিয়ে শিল্প-চেরা ঘরে
মডার্ন, অতি মডার্নের দড়ি টানাটানি
শুরু হয়
অভিমান ঝরনার জলের মতো
সরে যায়। ফুল আর ফুলদানির
পারস্পরিকতার অনিবার্য বোধের আবহে
সুসময় ফিরে আসে
ক্রমশ শিথিল-
তৃপ্তি আর আহ্লাদ ততধিক
গভীর গোপনীয়া সংকেতে
ব্যবধান মুছে দিয়ে যায়...
শব্দরা ডানা মেলে
হাসিকে সাজায়!
মডার্ন, অতি মডার্নের দড়ি টানাটানি
শুরু হয়
No comments:
Post a Comment