বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
তন্ময়
কবিরাজ
আমি মানুষ নই
আমি কে
প্রতিবাদ করব?
ছাতার নীচে বাঁচি রোদের ভয়ে
আকাশে মেঘ করলে বালিশে মুখ ঢাকি
বাজারে দাম বাড়লে একবেলা
না খেয়ে শুধু সুখের চিন্তায় ঘুমিয়ে যেতে পারি -
আমি পলির
মধ্যেও বিবেক দেখি না
দু-চার টাকার সাহায্যে
আমি দু-চার কথা বলি বউয়ের মুখ তাকিয়ে-
ক্ষমাহীন
পিতৃত্বের পাশে আমি অসহায়
পরগাছা তাও ঝুল
বনফুল কালো কার্বনে ঢাকা
ভুল করে না মৌমাছিও
সবাই
ঘুমিয়ে গেলেও আমি জেগে থাকি
আমি ভাবি, আমি মানুষ কবে হবো?
ছাতার নীচে বাঁচি রোদের ভয়ে
আকাশে মেঘ করলে বালিশে মুখ ঢাকি
বাজারে দাম বাড়লে একবেলা
না খেয়ে শুধু সুখের চিন্তায় ঘুমিয়ে যেতে পারি -
দু-চার টাকার সাহায্যে
আমি দু-চার কথা বলি বউয়ের মুখ তাকিয়ে-
পরগাছা তাও ঝুল
বনফুল কালো কার্বনে ঢাকা
ভুল করে না মৌমাছিও
আমি ভাবি, আমি মানুষ কবে হবো?
No comments:
Post a Comment