প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দেবীর বিসর্জন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিশ্ব প্রসাদ ঘোষ দেবীর বিসর্জন তুমি ...

Thursday, November 7, 2024

হতাম যদি আমি- | বিনয় দেবনাথ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

বিনয় দেবনাথ

হতাম যদি আমি-


আমি যদি পাখি হতাম 
থাকত যদি আমার দুটি পাখা
ছুটে যেতাম আকাশ নীলে 
বদ্ধ ঘরে যেত কি আমায় রাখা?
 
আমি যদি বৃক্ষ হতাম 
কিংবা হতাম সবুজ পাতার ঘর 
তাহলে কি মনের ভুলেও 
হতাম আমি অন্য কারো বর?
 
আমি যদি ঝরনা হতাম
হতাম যদি চপল জলের ঢেউ 
তাহলে কি আঁখির বাণে
কোনদিনই করত বিদ্ধ কেউ? 
 
আমি যদি সাগর হতাম 
কিংবা হতাম বিশাল কোন নদী 
তাহলে কি উজান থেকে 
ভাটির দিকেই যেতাম নিরবধি? 
 
আমি যদি পাহাড় হতাম 
কিংবা হতাম পূর্ণ তিথির চাঁদ 
তাহলে কি ধরতে আমায় 
পাততে এমন মোহন প্রেমের ফাঁদ? 
 
আমি যদি সূর্য হতাম 
কিংবা হতাম রাজার তলোয়ার 
তাহলে কি এমনি করেই 
পারতে তুমি হতে দেলওয়ার? 
 
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)