বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতাগুচ্ছ
কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | মৃত্যু চেয়ে
কবি
রত্নেশ্বর হাজরা
মৃত্যু চেয়ে
উল্টো হয়ে
পড়ে আছে সাঁকোটার ছায়া
অলৌকিক জলের ভিতর—
আমি পার হতে গিয়ে দেখি
উল্টো আমি পার হচ্ছি সাঁকো।
জলের অন্তরে কেউ থাকে!
সে যেন বলছে: ওকে ডাকো - ওকে
অথই বুকের কাছে ডাকো।
আমি সেই ডাক
শুনে অকস্মাৎ ঝাঁপ দিয়ে পড়ি
নীচের গহিন অন্ধকারে—
কিছুক্ষণ নড়ি না চড়ি যন্ত্রণায়
তারপর
শিক্ষিত সাঁতার কেটে এক সময় উঠে যাই পাড়ে।
অতঃপর
জলে ঢেউ থেমে যায়। ঢেউয়ের বিপুল শব্দ থামে।
শব্দ থেমে গেলে কেউ অন্য এক গভীরতা থেকে
বলতে থাকে যেন—
সাঁতার জানিসই যদি আমার বুকের কাছে
ঝাঁপ দিলি কেন?
অলৌকিক জলের ভিতর—
আমি পার হতে গিয়ে দেখি
উল্টো আমি পার হচ্ছি সাঁকো।
জলের অন্তরে কেউ থাকে!
সে যেন বলছে: ওকে ডাকো - ওকে
অথই বুকের কাছে ডাকো।
নীচের গহিন অন্ধকারে—
কিছুক্ষণ নড়ি না চড়ি যন্ত্রণায়
তারপর
শিক্ষিত সাঁতার কেটে এক সময় উঠে যাই পাড়ে।
জলে ঢেউ থেমে যায়। ঢেউয়ের বিপুল শব্দ থামে।
শব্দ থেমে গেলে কেউ অন্য এক গভীরতা থেকে
বলতে থাকে যেন—
সাঁতার জানিসই যদি আমার বুকের কাছে
ঝাঁপ দিলি কেন?
অসাধারণ অনুভূতি।
ReplyDelete