বাতায়ন/প্রেমের
Rush-লীলা/গল্পাণু/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | গল্পাণু
রঞ্জনা বসু
ঐশ্বর্য
"প্রহরের পর প্রহর কেটেছে... চারিদিকে তখন জ্যোৎস্না ছড়িয়ে আছে। বহু দূরে দূরে রাতের পাখিরা উঠছে ডেকে। এলোচুলে চাঁদের আলোয় হঠাৎই রাইয়ের বড্ড মন কেমন করে ওঠে।"
কৃষ্ণদার
জনপ্রিয়তা বেড়েছে। মুগ্ধ মোহময়ীরা তার বাঁশি শোনে, রসময়
বাক্যালাপে কাটিয়ে দেয় প্রহর। ভোররাতে তিনি পালিয়ে যান। নদীপাড়ে বসে আছে যে, সে তার করুণাপ্রার্থী। কী করবে, কোথায় যাবে? ঘরের গঞ্জনা
সহনীয় নয়। আবার কৃষ্ণবিরহও সহ্য হয় না। কৃষ্ণদা অবুঝ নন। সকলের প্রতি তার সমান
দৃষ্টি। কাউকে তিনি বঞ্চিত করতে পারেন না।
যমুনার জলে
তার ছায়া পড়ে। বসন্তের বাতাসে ওড়ে মাথার চুল। রাই চোখ তুলে তাকাতেই কৃষ্ণদা
ভাবে যাক, সব
ঠিক আছে। প্রহরের পর প্রহর কেটেছে... চারিদিকে তখন জ্যোৎস্না
ছড়িয়ে আছে। বহু দূরে দূরে রাতের পাখিরা উঠছে ডেকে। এলোচুলে চাঁদের আলোয় হঠাৎই
রাইয়ের বড্ড মন কেমন করে ওঠে।
সমাপ্ত
No comments:
Post a Comment