প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Tuesday, January 21, 2025

রাসলীলায় প্রেমকাহন | শ্রী সুজন

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

শ্রী সুজন

রাসলীলায় প্রেমকাহন


চুম্বনচর্চিত ওষ্ঠমাধুরীতে উষ্ণ হলাম 
আলিঙ্গনে ভরালাম রাসলীলার প্রেমমঞ্জরী,
সুখের পারদ চড়ছে দৈহিক চড়াই-উৎরাই মিলনবাসরে
সোহাগরসের রসভাণ্ডে পরিপূর্ণ শৈত্যজাগরী
 
দেহস্ফুরিত চাঞ্চল্য আর মানছে না বাঁধ
শৃঙ্গারে, সোহাগে জ্বলছে কামাগ্নির ক্যাম্পফায়ার,
মনমহুয়ায় উথালপাতালী প্রেমঝড়ের সাতকাহন
এ কি কালবৈশাখী নাকি টর্নেডোর ঘুর্ণিপাকের শৈত্যসম্ভার?
 
আজ না হয় একটু মাতালই হলাম
মিলনসমুদ্রে রাসলীলার রসফোয়ারার শৈত্যবল্লরীতে,
তুমি সুন্দরী শৈত্যমাঝারেও উষ্ণতার নিশিপদ্ম হলে
নিশিচন্দ্রিমায় কলঙ্কতাড়িত শৈত্যধারাপাতে
 
আজ তবে একটু বন্যই হলাম
উন্মত্ত রাসলীলার প্রেমহিন্দোলে,
পাগলপ্রিয়ার সুগন্ধি রসকামনার স্বপ্নচূড়ায়
অবিরাম অগ্নিবর্ষণ দেহসংহিতার শৈত্যঅনলে
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)