বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
রানা জামান
তুমি হৃদয়ের কাঠবিড়ালি
তোমার প্রণয়ে আজ আমি কবি
তোমার নেশায় নৌকা টানি শুকনোয়
সময় ফুরিয়ে যায় চড়ুই পাখির বেগে
তৃপ্তি আসে না কখনো, কখনো না
তোমার নেশায় নৌকা টানি শুকনোয়
সময় ফুরিয়ে যায় চড়ুই পাখির বেগে
তৃপ্তি আসে না কখনো, কখনো না
আমার সকল কর্ম তোমার অস্তিত্ব ঘিরে
অফিসের কাজে ভুলগুলো শুধু তুমি
ভাল কাজ করি তোমার অনুভবে
সব পুরস্কার পাচ্ছি তোমার কল্যাণে
অফিসের কাজে ভুলগুলো শুধু তুমি
ভাল কাজ করি তোমার অনুভবে
সব পুরস্কার পাচ্ছি তোমার কল্যাণে
তোমাকে নিয়েই আমার সৌরজগৎ
আমার বিষাদ আমার আনন্দ
অবশ্য তোমায় পেয়ে বিষাদ নেই কোনো
আমি আনন্দের সমুদ্রে মোহিত
আমার বিষাদ আমার আনন্দ
অবশ্য তোমায় পেয়ে বিষাদ নেই কোনো
আমি আনন্দের সমুদ্রে মোহিত
তোমার দিকে কেউ তাকালে আমি হই অগ্নি
না না, তারও বেশি, কিছু অগ্নিগিরি
হিংস্রতা ছাড়িয়ে যায় নেকড়কে
দাঁত বসাবার জেদ চূর্ণ করি পাথরের নদী
না না, তারও বেশি, কিছু অগ্নিগিরি
হিংস্রতা ছাড়িয়ে যায় নেকড়কে
দাঁত বসাবার জেদ চূর্ণ করি পাথরের নদী
হিতাহিত জ্ঞান লুপ্ত হতে থাকে অহোরাত্র
তোমাকে কেউ ছুঁলে আমি সিংহ হয়ে যাবো
তুমি অন্য কারো ভাবনায় থাকতে পারো না!
আমার স্পন্দন তুমি হৃদয়ের কাঠবিড়ালি।
তোমাকে কেউ ছুঁলে আমি সিংহ হয়ে যাবো
তুমি অন্য কারো ভাবনায় থাকতে পারো না!
আমার স্পন্দন তুমি হৃদয়ের কাঠবিড়ালি।
No comments:
Post a Comment