বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
দয়াময় পোদ্দার
টেবিল
ল্যাম্পের নিচে
দহন | কবিতা
দয়াময় পোদ্দার
একটুকরো খুশিকে পেপার ওয়েটে
চেপে রাখা।
যোগ হতে থাকে লগ্নভ্রষ্টা
তাকানো, ক্যাম্প ফায়ারের
খড়কুটো। হিমালয় পর্বতের ভার
যেন নিজের সঙ্গে নিজেই কথা বলে।
খোলা জানালা দিয়ে এলোমেলো
হাওয়া ঢুকেই
উল্টে দেয় পাতাগুলো। চকমকি পাথরের কিঞ্চিৎ ফুলকি এসো,
শীতকাল পার হয়ে যায়। স্থল
বন্দরে সমুদ্র পাখিদের সামনে
নীরবতা জল খোঁজে, নিঃসীম অন্ধকার ছাড়া কিছুই নেই।
টেবিল ল্যাম্পটি জ্বলে আছে- সেই আলোতে মুন্ডিত মস্তক
রক্তবর্ণ পোশাকে দরোজার সামনে শান্ত চোখ
ভিক্ষু দাঁড়ানো, ঝোলায় একটি চিপসের প্যাকেট!
উল্টে দেয় পাতাগুলো। চকমকি পাথরের কিঞ্চিৎ ফুলকি এসো,
নীরবতা জল খোঁজে, নিঃসীম অন্ধকার ছাড়া কিছুই নেই।
টেবিল ল্যাম্পটি জ্বলে আছে- সেই আলোতে মুন্ডিত মস্তক
রক্তবর্ণ পোশাকে দরোজার সামনে শান্ত চোখ
ভিক্ষু দাঁড়ানো, ঝোলায় একটি চিপসের প্যাকেট!
No comments:
Post a Comment