প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Monday, May 19, 2025

নরকের উত্তাপ এই পৃথিবীতে | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
তুষার ভট্টাচাৰ্য
 
নরকের উত্তাপ এই পৃথিবীতে
 

নরকের উত্তাপে পোড়া দগ্ধ এই পৃথিবীর যুদ্ধক্ষেত্রে
দাঁড়িয়ে দেখি-
প্রতিনিয়ত হিমশীতল মৃত্যু হাতছানি দিয়ে ডাকে;

ব্যর্থতা পরাজয়ের গ্লানিতে ভরা ম্রিয়মান এই জীবন
না জানি কখন ফুরিয়ে যাবে নীরবে,
বেজে যাবে শেষ ঘন্টাধ্বনি
রাতভর নিহত আশার শব নিয়ে বসে থাকি
পাণ্ডুর বিবর্ণ আকাশ থেকে শুধু দুহাতে উড়ে এসে পড়ে
স্বপ্ন পোড়া ছাই;
এই জন্মের সব গোপন ঋণ শোধ করে দিয়ে যাব
আমি অশ্রু তর্পণের তিলে;
আহত ডানায় অন্ধকার মেখে কালো মেঘের অন্ধকারে
কেঁদে কেঁদে হারিয়ে যায় রাত পাখি;
তিমিরবিলাসী অনন্ত দুঃখ হতাশা ব্যর্থতা কুড়ে কুড়ে খায় বুকের হাড়মাস, তবে আর বেঁচে থেকে কী লাভ?
সাঁই- কাঠবেকার ব্যর্থ আমাকে পুড়িয়ে মারো
দহন তাপে অগ্নিবানে
 

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)