বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
বিদিশা গুহ
দহন | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
বিদিশা গুহ
যত রাত
বাড়ে কবির পাগলামো তত শুরু হয়
শরীরের
ঘামগন্ধে সেও একজন মানুষ ঠিকই
তাই
তাকে সময়মতো বাজার করতে হয়
পচা মাছ
টিপে টিপে দেখতে হয়
হিসেব
করে পয়সা গুণে দিতে হয়...
তারপর
ভারীবুট আর সেফটি হেলমেট পরে
মাথা নিচু করে লান্সিং কোটিং ডি স্ল্যাগিং
করতে হয় সারাটাদিন
আসলে তখন সে সুস্থমানুষ
কিন্তু বাড়ি ফিরে সে যখন ঝর্ণা জলে স্নান সেরে
অশ্রুজলে চোখ ভিজিয়ে কবিতার খাতাটির
সামনে বসে, ঠিক তখনই তার অসুস্থতা বাড়তে থাকে
বাড়তে থাকে তার পাগলামো
অধরা শব্দের জন্য
একটি প্রেমের কবিতা লেখার জন্য
মাথায় তার হাজার কালবৈশাখি বইতে থাকে
আর অসংখ্য ঝরাপাতা
বাস্তব থেকে শিল্পের প্রাঙ্গনে প্রবেশ করে সে তখন দেখতে পায় সমস্ত পাতায় লেখা বিদিশা গুহর নাম...
মাথা নিচু করে লান্সিং কোটিং ডি স্ল্যাগিং
আসলে তখন সে সুস্থমানুষ
কিন্তু বাড়ি ফিরে সে যখন ঝর্ণা জলে স্নান সেরে
অশ্রুজলে চোখ ভিজিয়ে কবিতার খাতাটির
সামনে বসে, ঠিক তখনই তার অসুস্থতা বাড়তে থাকে
বাড়তে থাকে তার পাগলামো
অধরা শব্দের জন্য
একটি প্রেমের কবিতা লেখার জন্য
মাথায় তার হাজার কালবৈশাখি বইতে থাকে
আর অসংখ্য ঝরাপাতা
বাস্তব থেকে শিল্পের প্রাঙ্গনে প্রবেশ করে সে তখন দেখতে পায় সমস্ত পাতায় লেখা বিদিশা গুহর নাম...
No comments:
Post a Comment