বাতায়ন/শারদ/গল্পাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গল্পাণু
প্রবীর
চক্রবর্ত্তী
স্বপ্ন
ভঙ্গ
"মালগুলো গুছিয়ে তুলে রাখ মা। পরের বছর কাজে আসবে। উমার দুচোখ জলে ভরে যায়। সে একবুক কষ্ট নিয়ে ভাঙা ভাঙা স্বপ্নগুলো গুছিয়ে রাখে।"
-উমা, তাড়াতাড়ি হাত চালা মা। অর্ডারগুলো সাতদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে।
-মা আমার পূজোর জামা এখনও হল না।
-হবে মা, এই মালগুলো গেলে যে
টাকা পাব তার থেকে জামা কিনে দেব।
রত্না গায়েন ডাকের সাজ তৈরি
করেন। দুর্গা পূজার সময় ভাল অর্ডার আসে। অভাবের সংসারে একটু আলো। উমা ক্লান্তিহীন
খেটে যায়। পূজার জামা সবার হয়ে গেছে। উমা স্বপ্ন দেখে নতুন জামা পরে মহাষ্টমীর
অঞ্জলি দিচ্ছে।
সকালে শোনা যায় বন্যা
বাড়ছে। ঘর ছাড়তে হবে। মা বলে,
-উমা মালগুলো
গুছিয়ে তুলে রাখ মা। পরের বছর কাজে আসবে।
উমার দুচোখ জলে ভরে যায়। সে
একবুক কষ্ট নিয়ে ভাঙা ভাঙা স্বপ্নগুলো গুছিয়ে রাখে।
সমাপ্ত
খুব সুন্দর গল্প
ReplyDeleteসুন্দর, বড়ো বেদনাময়
ReplyDelete