বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
সমাদৃত দাস
পুজোয়
রাঁচিতে গিয়ে…
রাঁচিতে গিয়ে দেখব শুধু
পাহাড় ঘেরা জঙ্গল,
জঙ্গলের মাঝে চাঁদের
জ্যোৎস্না
এগিয়ে যাওয়াই মঙ্গল।
জঙ্গলের গভীরে করব প্রবেশ
আমি একা একা,
কাউকে কিছু না জানিয়ে
ধরব গাড়ির চাকা।
গাড়িতে চেপে চলে যাব
অনেক দূরের পথ
আমাকে আর পাবে না খুঁজে
যতই চাপো রথ!
শারদ | ছড়া
সমাদৃত দাস
আবার আসছে দুগ্গাপুজো
আনন্দে তাই নাচি,
জলের শহর রাঁচি।
পাহাড় ঘেরা জঙ্গল,
এগিয়ে যাওয়াই মঙ্গল।
আমি একা একা,
ধরব গাড়ির চাকা।
অনেক দূরের পথ
আমাকে আর পাবে না খুঁজে
যতই চাপো রথ!
No comments:
Post a Comment