প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

ঢাকি | বিপ্লব নাসিপুরী

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
বিপ্লব নাসিপুরী
 
ঢাকি
 

ওরা এগিয়ে চলে ক্ষণপদে
পেছনে লেপটে থাকে ছায়ার মতো মন
ওরা যত পথ যায়
ছায়া তত দীর্ঘ হয়।
তারপর গোধূলি নামে আঁধার মুকুট পরে
ছায়া শরীর ছেড়ে ঢোকে বিষণ্ণতার বিবরে।

 
এখানে আঁধার স্বপ্নেও আসে না
আলোর শহর দুখের দরদামে মাতে
শীর্ণ চামড়া জীর্ণ চামড়ার দেহে তোলে বোল
কত নারী বাহারি শাড়ি শিশুরা ছাড়ে কোল।
দুঃখাসুর রণ ছাড়ে, বিষণ্ণতা শব্দ হয়ে ফোটে
ঘেমো দেহ কাশফুলে সাজে
ওরা আলোর পথে ছায়ার মতো বাঁচে।
 
সূর্য ওঠে রাঙা হয় আকাশের মুখ ধীরে ধীরে
ওরা পা বাড়ায় আলোর বিপরীত পথে।
যেখানে জমাট আঁধার, আলো এখনও গভীর ঘুমে
ওদের ক্ষুদ্র পকেট তারার মতোই জ্বলে
ছড়িয়ে পড়ে প্রভা উঁকি দেয় আলো ফোঁকর গলে
পলকে পুলক ছোটে নিমিষে আলোর সুপ্তি ভাঙে।
 
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)