বাতায়ন/শারদ/কবিতাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতাণু
সুশান্ত সেন
দল ও অন্যান্য
দল
তবু দেখি দুটি শালিক ঝগড়া
করে
চায়ের দোকান সিগারেট খায়
পুজো
আসছে
পুজো আসছে বাকি আর তিরিশ দিন
বৃষ্টি পড়ে আজ অঘোরে
পাশাপাশি দুই বৃদ্ধ দুই চেয়ারে।
শুনছেন রাজনৈতিক তরজা
বৃষ্টির শব্দের মতো বিরামহীন
চলবে পুরো এক ঘন্টা।
কী করে
কী করে এই
সভ্যতা
নতুন নতুন মারণাস্ত্র তৈরি করে
তার কার্যকারণ খুঁজে পাই না।
অথৈ জলে স্নান করতে ডুবে যায়
চড়ুই পাখি।
শরৎ
ভেজা রোদ
ছেঁড়া জলভরা মেঘ নিয়ে
প্লাস্টিকের নিচে অবয়ব পাচ্ছে প্রতিমা।
বার্নার জ্বেলে শুকিয়ে ঠিক সময়ে
ঠিক সময়ে, ঠিক সময়ে...
নাওয়া-খাওয়া ভুলেছে কুমোরটুলি।
শারদ | কবিতাণু
বহুতল সাইনবোর্ড, লিফটের পাশে
পুজো আসছে খুশি খুশি
স্বাধীনতা দিবসে গান গাইবেন
সাগ্নিক সেন
চায়ের দোকান সিগারেট খায়
বৃষ্টি পড়ে আজ অঘোরে
পাশাপাশি দুই বৃদ্ধ দুই চেয়ারে।
শুনছেন রাজনৈতিক তরজা
বৃষ্টির শব্দের মতো বিরামহীন
চলবে পুরো এক ঘন্টা।
নতুন নতুন মারণাস্ত্র তৈরি করে
তার কার্যকারণ খুঁজে পাই না।
অথৈ জলে স্নান করতে ডুবে যায়
চড়ুই পাখি।
ছেঁড়া জলভরা মেঘ নিয়ে
প্লাস্টিকের নিচে অবয়ব পাচ্ছে প্রতিমা।
বার্নার জ্বেলে শুকিয়ে ঠিক সময়ে
ঠিক সময়ে, ঠিক সময়ে...
নাওয়া-খাওয়া ভুলেছে কুমোরটুলি।
No comments:
Post a Comment