বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
প্রবীর চক্রবর্ত্তী
অলৌকিক
আলো
ব্যস্ত জীবন পরিচয় হারিয়ে
মাদলের মৌতাতে
আবরণ ছিঁড়ে মরশুমি ফুল
খোয়াই-এর ধারে আত্মবিস্মৃত
ধারাবাহিক চলার স্রোতে
বাউল জন্ম নিলে একতারা হাতে
অন্ধকার কুঠুরিতে আলো পড়ে
অলৌকিক আলো, যাকে সুগন্ধ নামে ডাকা যায়।
শারদ | কবিতা
প্রবীর চক্রবর্ত্তী
লাল পথ হারিয়েছে অনন্তের
দিকে
তীব্র রোদ্দুর, স্বস্তি দিচ্ছে
সোনাঝুরি গাছের ছায়া
আদিবাসী নারীদের নাচ
আবরণ ছিঁড়ে মরশুমি ফুল
খোয়াই-এর ধারে আত্মবিস্মৃত
বাউল জন্ম নিলে একতারা হাতে
অন্ধকার কুঠুরিতে আলো পড়ে
অলৌকিক আলো, যাকে সুগন্ধ নামে ডাকা যায়।
ReplyDeleteখুব সুন্দর অনুভবে লেখা।