বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
নজর উল ইসলাম
এত ঠুনকো ভালবাসা শিউরে উঠি
প্রকৃতি মানে, মানে না অনায়াস জীবন
শুধু অছিলায় খোঁজে কাঁপে অবিচল মাটি
অথচ বহুযুগ ধরে মহাজাগতিক বন্ধন ঠাসাবুনোটে
কীভাবে পরম্পরায় অটুট নীল বন্দনার দিনলিপি
অলেখায় লিখিত সামগ্রিক স্বাক্ষরিত পরিচয়
কথার কথায় মুগ্ধতা কুড়িয়ে নেয় সঙ্গোপনে
বুক পেতে আলোয় এসে দাঁড়ায় সুলগ্ন মন্তাজ
আমরা তার ধারে কাছে নেই, বালির মতো সরে যাই—
ঝরে যাই পর্ণমোচী সময়ে অসময়ে নিশ্চিন্তে বেশ
বিভাসায় গোপনীয়তা ঢেকে বিমর্ষতা আঁকড়ে ধরে বলি
সমগ্র স্থিরতা গিলে ডুবে যাই সন্ধ্যায় গোধূলিতে...
শারদ | কবিতা
নজর উল ইসলাম
মহাজাগতিক বন্ধন
প্রকৃতি মানে, মানে না অনায়াস জীবন
শুধু অছিলায় খোঁজে কাঁপে অবিচল মাটি
অথচ বহুযুগ ধরে মহাজাগতিক বন্ধন ঠাসাবুনোটে
কীভাবে পরম্পরায় অটুট নীল বন্দনার দিনলিপি
অলেখায় লিখিত সামগ্রিক স্বাক্ষরিত পরিচয়
কথার কথায় মুগ্ধতা কুড়িয়ে নেয় সঙ্গোপনে
বুক পেতে আলোয় এসে দাঁড়ায় সুলগ্ন মন্তাজ
আমরা তার ধারে কাছে নেই, বালির মতো সরে যাই—
ঝরে যাই পর্ণমোচী সময়ে অসময়ে নিশ্চিন্তে বেশ
বিভাসায় গোপনীয়তা ঢেকে বিমর্ষতা আঁকড়ে ধরে বলি
সমগ্র স্থিরতা গিলে ডুবে যাই সন্ধ্যায় গোধূলিতে...
No comments:
Post a Comment