বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সুশান্ত সেন
ট্যাক্সি
কখন সে নদীর মতন বয়ে
চলে গেল সীমানা পেরিয়ে
কেউ বুঝতেই পারছিল না।
ওপাশে এখন শুকিয়ে যাওয়া নদী
বড় অসহায়।
তখন যাত্রীহীন ট্যাক্সিটা
একাকী দাঁড়িয়ে
নতুন চিরুনি নিয়ে
পরিপাটি করে চুল আঁচড়াচ্ছে।
চুল আঁচড়ে
নতুন গোলাপি সাজে
সেজে উঠে বলে উঠল—
ভিন্নতর আমি
এক ও একাকী মানবিনী,
ট্যাক্সিতে উঠবে তো চলে এসো।
বেভুলের মতো দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি।
শারদ | কবিতা
সুশান্ত সেন
সেদিন ট্যাক্সিটা এগিয়ে
যাচ্ছিল
থামছিল না
বারবার থামতে বললেও থামছিল
না।
চলে গেল সীমানা পেরিয়ে
কেউ বুঝতেই পারছিল না।
একাকী দাঁড়িয়ে
নতুন চিরুনি নিয়ে
পরিপাটি করে চুল আঁচড়াচ্ছে।
চুল আঁচড়ে
নতুন গোলাপি সাজে
সেজে উঠে বলে উঠল—
এক ও একাকী মানবিনী,
No comments:
Post a Comment