প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

পুজোর ছল | অলক চক্রবর্তী

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
অলক চক্রবর্তী
 
পুজোর ছল
 

শরতে আবার আসছি—
কে আর বিদেশ-বিভুঁইয়ে পড়ে থাকে বল
পুজোর ছল।

 
নীল রংয়ে আকাশ রাঙিয়ে দিয়েছিস
তুলো পেঁজে সাদা-সাদা মেঘও ভাসালি
হেসেই গড়িয়ে পড়ে লাল ঠোঁটে শেফালী
তাই দেখে চিলের ওড়াউড়ি
কাশের হৃদয়ে লাগে দোল
পদ্ম বলে কম যাই না আমি
পাতায় নাচে শিশির আনমোল
চাই না ভণ্ডামি
 
জোরে বাজে চার জোড়া ঢাক
হৃদয় ঢ্যাম কুড়-কুড় তাক
মণ্ডপে মণ্ডপে লাখো দুর্গার ভিড়
একটু আড়ালে তুই, চক্ষুস্থির!
পুজোটা ছল
আমি তোর পাগল
তুই আমার একমাত্র সম্বল।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)