বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
নাসির ওয়াদেন
একটু
ছুঁয়ে যাওয়া জল শুধু
আবেগ-নদীর গন্ধজলে কিশোরী
সূর্যের তেজ
ফাগুনের মহুলবনে, আশ্বিনের গর্ভবতী ধানে
এক জাদুকরি মোহের সুরে
স্বপ্নচারা ভোরের বাতাসে ফোটে
একটু ছুঁয়ে যাওয়া জল শুধু
জলবিম্ব নয়
সভ্যতাকে ভিজিয়ে রাখা নিদারুণ গ্রীষ্মে
একটা প্রশস্ত হাত ধরে থাকার সুদৃঢ়
অঙ্গীকার।
শারদ | কবিতা
নাসির ওয়াদেন
জানালার রোদে ভিজে যাওয়ার মুহূর্তে
অলৌকিক লোভ আর আকাঙ্ক্ষার
বাড়ি
জলের ছাদ বরাবর প্রত্যাশার
ছবি
অনবরত বারান্দায় আঁকে
বাতাসের তুলি, মনের গামলারংয়ে
এঁকে ফেলল তুষ্টির চিত্রকলা
ফাগুনের মহুলবনে, আশ্বিনের গর্ভবতী ধানে
এক জাদুকরি মোহের সুরে
স্বপ্নচারা ভোরের বাতাসে ফোটে
সভ্যতাকে ভিজিয়ে রাখা নিদারুণ গ্রীষ্মে
No comments:
Post a Comment