প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

পুজো প্রাক্কালে | প্রভাত সরকার

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
প্রভাত সরকার
 
পুজো প্রাক্কালে
 

ধূসর মেঘের আর দেখা নেই,
       আকাশ নীলে নীল।
শাপলা, শালুক, পদ্মভরা
       জল টলমল ঝিল।

 
নদীপারের শেষ সীমানায় 
       কাশের বনে হাওয়া। 
ছড়িয়ে দিয়ে রোদের সোনা
      মেঘের আসা যাওয়া।
 
গান ধরেছে উদাস বাউল 
       ভাসছে তারই সুর।
মেঠো সুরের মায়ায় যেন
       বাতাসটা ভরপুর।
 
জল তিরতির ঢেউয়ের তালে 
       বাইছে মাঝি নাও।
যুবকদলে ঘুরছে বাড়ি
      পুজোর চাঁদা দাও।
 
রাতের দখল নেওয়া নারী 
       বলল এ বছর
‘মৌ’ হারিয়ে পালছি অশৌচ
       নরক আরজিকর।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)