বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
প্রভাত সরকার
পুজো
প্রাক্কালে
নদীপারের শেষ সীমানায়
কাশের বনে হাওয়া।
ছড়িয়ে দিয়ে রোদের সোনা
মেঘের আসা যাওয়া।
গান ধরেছে উদাস বাউল
ভাসছে তারই সুর।
মেঠো সুরের মায়ায় যেন
বাতাসটা ভরপুর।
জল তিরতির ঢেউয়ের তালে
বাইছে মাঝি নাও।
যুবকদলে ঘুরছে বাড়ি—
পুজোর চাঁদা দাও।
রাতের দখল নেওয়া নারী
বলল— এ বছর
‘মৌ’ হারিয়ে পালছি অশৌচ
নরক আরজিকর।
শারদ | ছড়া
প্রভাত সরকার
ধূসর মেঘের আর
দেখা নেই,
শাপলা, শালুক, পদ্মভরা
জল টলমল ঝিল।
কাশের বনে হাওয়া।
ছড়িয়ে দিয়ে রোদের সোনা
মেঘের আসা যাওয়া।
ভাসছে তারই সুর।
মেঠো সুরের মায়ায় যেন
বাতাসটা ভরপুর।
বাইছে মাঝি নাও।
যুবকদলে ঘুরছে বাড়ি—
বলল— এ বছর
‘মৌ’ হারিয়ে পালছি অশৌচ
নরক আরজিকর।
No comments:
Post a Comment