প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

গীতা –পঞ্চম অধ্যায় – চেনা সমাজ – এবং আধ্যাত্মিকতা – | ডঃ বিশ্বজিৎ মজুমদার

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
ডঃ বিশ্বজিৎ মজুমদার
 

গীতা –পঞ্চম অধ্যায় – চেনা সমাজ – এবং আধ্যাত্মিকতা –

 
নিষ্কাম কর্মযোগী ইন্দ্রিয়–মন–বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধি রহিত হইয়া – আসক্তি ত্যাগ করিয়া চিত্ত শুদ্ধির নিমিত্ত কর্ম করেন –
এই যে দিনেরবেলা তাস খেলে, আড্ডা মেরে, ব্যাংক ACCOUNT-এ প্রতি মাসে মোটা টাকা ঢুকে যাচ্ছে –
আর অনেকে রাতদিন এক করে – গাধার খাটনি খেটে চলেছে – সামান্য গ্রাসাচ্ছাদনের জন্য– এটা কোন কম বেশি বুদ্ধি –
BRILLIANCE বা IQ নয় –এটা NETWORK –তবে ভিতরে ভিতরে হয়তো কাজ করছে –
একটা বিরাট না দেখা PATTERN –একটা না দেখা আবেশ –
যা SUPREME INTELLIGENCE-এর দিকে আমাদের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য –
কাঁটা গাছ –কাঁটা বন –জ্বলন্ত আগ্নেয়গিরির মধ্যে দিয়ে আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে যাবার জন্য –
THE ULTIMATE OBJECTIVE-এর দিকে টেনে নিয়ে যাবার জন্য –
আমার COMMON SENSE তাই বলে!
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)