বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
তোমার শুভ্রতা দেখি, তোমার পাপড়ির গঠনও দেখি
তোমাতে জমাট টুকরো টুকরো জ্যোৎস্না দেখি
দূর থেকে দেখি কাক চড়াই
ছাতারে শিশুদের মতো তোমার আনন্দে হাততালি
দিয়ে ওঠা, দেখি— যেন কত সুখ কত কার্নিভাল
নির্জন মনের মধ্যে গেঁথে যায়
নির্মোহ, উদাসীন যেন গান ও কবিতা
অদূরে পানাপুকুরের জলে ডুবে যায় সূর্য
বিষণ্ণতার শিশুকাল নিজস্ব জুলিয়া রবার্টস
আজ সহ্য করো, দাঁতে দাঁত চেপে সহ্য করো
লুপ্ত ও রোমাঞ্চিত খেলাঘর...
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
খেলাঘর
তোমাতে জমাট টুকরো টুকরো জ্যোৎস্না দেখি
দূর থেকে দেখি কাক চড়াই
ছাতারে শিশুদের মতো তোমার আনন্দে হাততালি
দিয়ে ওঠা, দেখি— যেন কত সুখ কত কার্নিভাল
নির্জন মনের মধ্যে গেঁথে যায়
নির্মোহ, উদাসীন যেন গান ও কবিতা
অদূরে পানাপুকুরের জলে ডুবে যায় সূর্য
বিষণ্ণতার শিশুকাল নিজস্ব জুলিয়া রবার্টস
আজ সহ্য করো, দাঁতে দাঁত চেপে সহ্য করো
লুপ্ত ও রোমাঞ্চিত খেলাঘর...
No comments:
Post a Comment