প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

দশটা মিনিট চাই | সুব্রত রায় শর্মা

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সুব্রত রায় শর্মা
 
দশটা মিনিট চাই
 

কেবলমাত্র দশটা মিনিট চাই
জানি তুমি আমায় ছেড়ে যাবে
দশটা মিনিট শুনলে পরে কথা
হয়তো মনে শান্তি খুঁজে পাবে

 
দশটা মিনিট আমার কাছে দামি 
হৃদয় মাঝে থাকবে গভীর হয়ে 
তোমার কথা পড়বে যখন মনে
বাঁচব আমি দশটা মিনিট নিয়ে
 
চাই না আমি তোমার ভালবাসা
দশটা মিনিট থেকো আমার সাথে
হয়তো তখন তোমার মনের কোণে
ফুটবে আলো কালো আঁধার কেটে
 
আর কিছু তো চাইনি তোমার কাছে
কিছুটা সময় যদি আমায় দিতে
রেখে দিতাম আমার হৃদয়ে মাঝে
যা কখনো পারবে না কেউ নিতে
 
হারিয়ে যাবে অনেক অনেক কথা
দশটা মিনিট যাবে না-কো ক্ষয়ে
রয়ে যাবে আমার মনের তলে
বুকের মাঝে ব‍্যাথার ক্ষত হয়ে
 
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)