বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সুব্রত রায় শর্মা
দশটা
মিনিট চাই
দশটা মিনিট আমার কাছে দামি
হৃদয় মাঝে থাকবে গভীর হয়ে
তোমার কথা পড়বে যখন মনে
বাঁচব আমি দশটা মিনিট নিয়ে।
চাই না আমি তোমার ভালবাসা
দশটা মিনিট থেকো আমার সাথে
হয়তো তখন তোমার মনের কোণে
ফুটবে আলো কালো আঁধার কেটে।
আর কিছু তো চাইনি তোমার কাছে
কিছুটা সময় যদি আমায় দিতে
রেখে দিতাম আমার হৃদয়ে মাঝে
যা কখনো পারবে না কেউ নিতে।
হারিয়ে যাবে অনেক অনেক কথা
দশটা মিনিট যাবে না-কো ক্ষয়ে
রয়ে যাবে আমার মনের তলে
বুকের মাঝে ব্যাথার ক্ষত হয়ে।
শারদ | কবিতা
সুব্রত রায় শর্মা
কেবলমাত্র দশটা মিনিট চাই
জানি তুমি আমায় ছেড়ে যাবে
দশটা মিনিট শুনলে পরে কথা
হয়তো মনে শান্তি খুঁজে পাবে।
হৃদয় মাঝে থাকবে গভীর হয়ে
তোমার কথা পড়বে যখন মনে
বাঁচব আমি দশটা মিনিট নিয়ে।
দশটা মিনিট থেকো আমার সাথে
হয়তো তখন তোমার মনের কোণে
ফুটবে আলো কালো আঁধার কেটে।
কিছুটা সময় যদি আমায় দিতে
রেখে দিতাম আমার হৃদয়ে মাঝে
যা কখনো পারবে না কেউ নিতে।
দশটা মিনিট যাবে না-কো ক্ষয়ে
রয়ে যাবে আমার মনের তলে
বুকের মাঝে ব্যাথার ক্ষত হয়ে।
No comments:
Post a Comment