বাতায়ন/শারদ/গল্পাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গল্পাণু
রানা জামান
বলিরেখা
কমে না
"এই মালিকের কোনও মেশিনের রিকশা নেই। অন্য মালিক কি দেবে ওকে মেশিনের রিকশা?"
গাছের নিচে রিকশা দাঁড় করিয়ে নামল শহীদ। ঘামে গা ভিজে গেছে একেবারে। কাঁধের গামছা দিয়ে ঘাম মুছে দ্রুত চলতে থাকা মেশিনের রিকশাগুলো দেখল। এখন শহরে নব্বই ভাগের বেশি
রিকশা মেশিনের। মেশিনের রিকশায়
জমা বেশি হলেও ভাড়া বেশি দিতে চায় না যাত্রীরা। তবুও মেশিনের রিকশা নিতে হবে। তাল মিলিয়ে চলতে হবে, শরীরও আরাম পাবে। রাবেয়া তিনটে বাড়িতে ঠিকা বুয়ার কাজ করে, তবুও পাঁচজনের সংসার চালানো দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। যদি
দ্রব্যমূল্য এভাবে না বাড়ত তাহলে এত দুশ্চিন্তা করতে হত না। এই মালিকের কোনও মেশিনের রিকশা নেই। অন্য মালিক কি দেবে ওকে মেশিনের রিকশা?
শহীদের কপালের বলিরেখা বাড়ে বই কমে না।
সমাপ্ত
No comments:
Post a Comment