বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
এখন
রাম যদি রাজা না হতো
তাহলে কি এমন যায়-আসত?
রামরাজ্য কতদিন চলেছিল?
মনে হয় না বেশি দিন।
রাম-রাবণের যুদ্ধ
হলে আমার তাতে কী
সকাল হলেই আমি মুখে কুলুপ এঁটে দিই।
যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি
করতে কী কী উপাদান লাগে আর কী অনুপাতে
তাদের দিতে হয় এই নিয়ে তুবড়ি বানাবার মতো একটা গবেষণামূলক
নিবন্ধ লিখে ফেলতে পারলে ডক্টরেট নিশ্চিত।
কবিতা মনের ভেতর গজরাচ্ছে।
তৈমুর খান সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
তাহলে কি এমন যায়-আসত?
সকাল হলেই আমি মুখে কুলুপ এঁটে দিই।

বাহ্
ReplyDelete