প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

হেমন্ত | শিখা দত্ত

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
শিখা দত্ত
 
হেমন্ত
 
ভোরের হাওয়ায় একটু একটু করে
হিমের স্পর্শ
হেমন্তের ফুল্ল শিশির চুরি করে
থমকে আছে অঘ্রানের রাত।
মৃদু কুয়াশার মতো হয়ে ওঠা সাঁঝ
ভরে যায় অলীক মায়ায়;
তখন দূর-দূরান্তে মাঠে মাঠে
নতুন ধানের গন্ধে উতলা হয় পল্লিজীবন।
তার কিছু আভাস আছড়ে পড়ে
পোড়া এ শহরে।
নবান্নের স্মৃতি স্বপ্নে লগ্ন হই
বারবার।
ফিরে আসি শীত ভোর
নরম রোদ্দুরে।
 

1 comment:

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 8 (Last 7 days)