বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
মৌমিতা
সরকার
অনিবার্য
কারণবশত
অনিবার্য কারণ আর অনিয়ম, দোলাচলে জীবন
দোয়াতের কালি যতই ছলকে উঠুক
শত শত বাসনা আর কামনা কুড়ে কুড়ে খেয়ে নেয় খসড়া
মনের আয়না যখন মুখোমুখি দাঁড় করায়
ধরা দেয় মুখোশ বেআব্রু করে
পলেস্তরা খসে খসে পড়ে।
দুর্ভেদ্যতার কামড়ে সূক্ষ্ম
ব্যথা হারিয়ে যায়।
শব্দ অক্ষর অক্সিজেন হারিয়ে
ইলাস্টিকের মতো
যতই পাখি সুন্দর শিস দিয়ে ভালবাসার আলপনা আঁকুক
শিউলির সুবাসে চিরকাল মাধবীলতা অলংকারহীন।
ধ্বংস থেকে লড়াই লড়াকু
মনোভাবকে দৃঢ় করে;
বেঁচে থাকার প্ল্যাটফর্ম
অবরুদ্ধ হলেও
দিশা দেখায় ওই একফালি চাঁদ...
তৈমুর খান সংখ্যা | কবিতা
দোয়াতের কালি যতই ছলকে উঠুক
শত শত বাসনা আর কামনা কুড়ে কুড়ে খেয়ে নেয় খসড়া
মনের আয়না যখন মুখোমুখি দাঁড় করায়
ধরা দেয় মুখোশ বেআব্রু করে
পলেস্তরা খসে খসে পড়ে।
যতই পাখি সুন্দর শিস দিয়ে ভালবাসার আলপনা আঁকুক
শিউলির সুবাসে চিরকাল মাধবীলতা অলংকারহীন।
দিশা দেখায় ওই একফালি চাঁদ...

No comments:
Post a Comment