বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
যাদব দাস
ডুব
মাঝে মাঝে একটা গাছের ভিতর
ঢুকে যাই
চুপচাপ বসি
মাঝে মাঝে আবার রোদ্দুরের স্রোতে ডুব দিই
কথাহীন জলের মতো
এভাবে ডুবে যেতে যেতে হয়তো কোনো এক অলৌকিক দুপুর
আমার শিরায় উপশিরায় ঝলমল
আমি একলা গাছের মতো নীরবতা পান করি
আমার দুচোখের ভিতর ভেসে ওঠে কার দুটো চোখ
আমি মরিয়া হয়ে চেনার চেষ্টা করি
চিনতে পারি না।
তৈমুর খান সংখ্যা | কবিতা
চুপচাপ বসি
মাঝে মাঝে আবার রোদ্দুরের স্রোতে ডুব দিই
কথাহীন জলের মতো
এভাবে ডুবে যেতে যেতে হয়তো কোনো এক অলৌকিক দুপুর
আমার শিরায় উপশিরায় ঝলমল
আমি একলা গাছের মতো নীরবতা পান করি
আমার দুচোখের ভিতর ভেসে ওঠে কার দুটো চোখ
আমি মরিয়া হয়ে চেনার চেষ্টা করি
চিনতে পারি না।

সুন্দর রূপকল্প
ReplyDelete