বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | আমার বাড়ি
তৈমুর খান
আমার
বাড়ি
সফলতাগুলি পালিয়ে যাচ্ছে একে
একে
আমাদের গরিব ঘরে তারা কেউ থাকতে চাইছে না
সত্য অসত্য, রূপ ও রূপক সবাই এসেছিল
কেউ প্লেনে এসেছিল, কেউ লোকাল ট্রেনে
কেউ কেউ বাসে, টোটো ও রিক্সায়
এখন বাজনা থেমে গেছে
আলোর রোশনাই নেই
ফাঁকা উঠোন পড়ে আছে একা
দরজার পাশে জমা করা আছে
কাগজ ও প্লাস্টিকের ব্যবহৃত আসবাব
দু-একটা হাড় কুকুরের মুখে
মুখে ঘুরছে
সকালে যে কাকেরা নেমেছিল, তারাও উড়ে গেছে
শুধু আবর্জনা, পেচ্ছাপের গন্ধ আর ধুলোময় রাস্তা
শুধু ক্লান্ত ও বিষণ্ণ একটি নিম্নবিত্ত বাড়ি
সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে
আমার মা
কথা নেই, কথা নেই, কোথাও কথা নেই আর
কবিতাগুচ্ছ | তৈমুর খান | আমার বাড়ি
তৈমুর খান
আমাদের গরিব ঘরে তারা কেউ থাকতে চাইছে না
সত্য অসত্য, রূপ ও রূপক সবাই এসেছিল
কেউ প্লেনে এসেছিল, কেউ লোকাল ট্রেনে
কেউ কেউ বাসে, টোটো ও রিক্সায়
আলোর রোশনাই নেই
ফাঁকা উঠোন পড়ে আছে একা
দরজার পাশে জমা করা আছে
কাগজ ও প্লাস্টিকের ব্যবহৃত আসবাব
সকালে যে কাকেরা নেমেছিল, তারাও উড়ে গেছে
শুধু আবর্জনা, পেচ্ছাপের গন্ধ আর ধুলোময় রাস্তা
শুধু ক্লান্ত ও বিষণ্ণ একটি নিম্নবিত্ত বাড়ি
কথা নেই, কথা নেই, কোথাও কথা নেই আর

বাহ্ খুব সুন্দর চিত্রাঙ্কন!
ReplyDelete