বাতায়ন/তৈমুর খান সংখ্যা/সম্পাদকীয়/৩য় বর্ষ/৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়
মগজ ও অঙ্গ
তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়
মগজ ও অঙ্গ
"অপরিসীম মেধা, মনন সম্পন্ন অঙ্গ প্রতিনিয়ত তার তথাকথিত ভাগ্যে শূন্যে ঝুলতে ঝুলতে ক্রমে হারাতে থাকে তার আত্মবিশ্বাস।"
মগজের কাছে অঙ্গ ব্রাত্য হলে, তার প্রকৃত সুস্পষ্ট নির্দেশ না পেলে, অনিশ্চয়তার ভয়াল গ্রাস তাকে গিলতে থাকে প্রতিদিন, প্রতিমুহূর্তে। আর তখনই স্বাভাবিক নিয়মেই সে খুঁজতে থাকে আত্মরক্ষার পথ। কোনও পথ না পেলে বাধ্য হয় মগজের সুনজরে ফেরার। তাতে মগজ মনে করে সে জয়ী। কিন্তু সত্যি কি তাই! যা স্বাভাবিক মস্তিষ্কের উর্বরতায় স্বচ্ছ ভাবে অর্জন করতে পারত, অনাবশ্যক জল ঘোলা করে তা পাওয়ার চেষ্টার প্রয়োজন হত কি?
এ তো গেল মগজের কথা। অঙ্গের দিকটা অবশ্যই সর্বাগ্রে ভাবার। অপরিসীম মেধা, মনন সম্পন্ন অঙ্গ প্রতিনিয়ত তার তথাকথিত ভাগ্যে শূন্যে ঝুলতে ঝুলতে ক্রমে হারাতে থাকে তার আত্মবিশ্বাস। হয়তো যে মগজের প্রকৃত বন্ধু হতে পারত, পরিবর্তে সে করে বিকল্পের সন্ধান।
যে জেনে গেছে আজ নয়তো কাল শরীর থেকে তার অঙ্গহানি অবশ্যম্ভাবী, তার মানসিক অবস্থা সহজেই অনুমেয়। অথচ একটু সহনশীল হলে, খরচ করলে সুস্থ বুদ্ধি সমগ্র শরীরটাই সবল, সতেজ থাকত। সহজে আক্রমণ করতেই পারত না ক্ষতিকর কোনও ভাইরাস।
মানুষ কবে যে নিজের কল্যাণ উপলব্ধি করবে!
খুব ভালো 💐👌
ReplyDeleteচমৎকার লিখেছেন
ReplyDelete