বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
মহঃ মহসিন হাবিব
ভাবনা
সান্ত্বনা জমানো মুখে
তবু কি স্বস্তি পাই!
ভাগ্যের চাষি- স্যার
কট কট কামড়ায় ধানে ধানে
ভাতের থালা গন্ধহীন শিউলি।
রাত দিন থমকে গেছে পথের বাঁকে বাঁকে
শকুন চোখ খুবলে খাচ্ছে...
মাথার আকাশ
বানানো ডিটেনশন ক্যাম্পে
চারিদিকে স্লোগান
নেই বিন্দু আশার ঘাম।
সবটাই কচু কাটার আয়োজন
হাভাতে পশুপাখিরা তবুও চিন্তা করেনা।
তৈমুর খান সংখ্যা | কবিতা
তবু কি স্বস্তি পাই!
ভাগ্যের চাষি- স্যার
কট কট কামড়ায় ধানে ধানে
ভাতের থালা গন্ধহীন শিউলি।
রাত দিন থমকে গেছে পথের বাঁকে বাঁকে
শকুন চোখ খুবলে খাচ্ছে...
মাথার আকাশ
বানানো ডিটেনশন ক্যাম্পে
চারিদিকে স্লোগান
নেই বিন্দু আশার ঘাম।
সবটাই কচু কাটার আয়োজন
হাভাতে পশুপাখিরা তবুও চিন্তা করেনা।

চোখ খুলে দেওয়া কবিতা
ReplyDelete