বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
মানসী
বন্দ্যোপাধ্যায়
বিষণ্ণতা
মাঝে মাঝে বিষণ্ণতা ভাল, কিছু বিষণ্ণতা শিল্পসুষমার স্বপ্ন বোনে।
মাঝেমধ্যে বিষণ্ণতা বিমুঢ়তার ধূসর মেঘ ফাটিয়ে বেরিয়ে পড়ে
জোনাকির আলো।
তুমি বিষণ্ণতার কাছে
পাঠ নাও কীভাবে
গাছের মরা ডাল দিয়ে মশাল জ্বালাতে পারো।
মশালের জ্বালানি হয়ে
শেষবারের মতো জ্বলে ওঠো
বিষণ্ণতার তুষাগ্নি থেকে।
বিষণ্ণতার কালো
মেঘ সরিয়ে রাখতে চাইলে রাখতে পারো
তবে বিষণ্ণতা-মেঘবৃষ্টি রূপে শুদ্ধ শিল্পসৃজনে তোমার কাছে ধরা দেয়
হয়তো তুমি বুঝেও বোঝো না।
তৈমুর খান সংখ্যা | কবিতা
মাঝেমধ্যে বিষণ্ণতা বিমুঢ়তার ধূসর মেঘ ফাটিয়ে বেরিয়ে পড়ে
জোনাকির আলো।
গাছের মরা ডাল দিয়ে মশাল জ্বালাতে পারো।
শেষবারের মতো জ্বলে ওঠো
বিষণ্ণতার তুষাগ্নি থেকে।
তবে বিষণ্ণতা-মেঘবৃষ্টি রূপে শুদ্ধ শিল্পসৃজনে তোমার কাছে ধরা দেয়
হয়তো তুমি বুঝেও বোঝো না।

শেষ লাইনে যে বুঝেও না বোঝার উল্লেখ, সেটি যেন আক্ষেপের গণ্ডি পেরিয়ে উত্তরণ-সম্ভাবনার দিকনির্দেশনা। চমৎকার কবিতা!👌
ReplyDelete