বাতায়ন/তৈমুর খান সংখ্যা/রম্যরচনা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান
সংখ্যা | রম্যরচনা
প্রদীপ
কুমার দে
রসের
জুটি
ধারাবাহিক— পাঁচ
"বিস্তর ভাবনাচিন্তা চলে। শেষ নেই। কারণ মাত্র পাঁচদিন বিয়ে হলে তিন মাসের গর্ভ কী করে হয়? এ কী করে মীমাংসা হবে?"
চাকদা থেকে মাসি ফোন লাগায়
মাকে। দুইবোনের পিরিত চটকে যাওয়ার সামিল। দিদির কথায় তিনি চাকদায় তার সম্পর্কের এক
কন্যার সঙ্গে তারই ভাইপোর বিয়ে দিয়ে দেন। আর আজ কিনা, পাঁচদিনের মাথায় তার সেই দিদিই, সেই কন্যা আদরকে ভেড়ি বলে ফেরত পাঠিয়ে দিল?
-বাহ্! চমৎকার!
তুই
ঐটুকু মেয়েকে পাঁচ দিনও রাখতে পারলি না?
-শোন বোন আমার, আমার মাথাটা হঠাৎ গরম
হয়ে গেছিল না তাই, নচেৎ কি কেউ, আদরের মতো মেয়েকে এমন কটু কথা বলে?
-তা কী এমন করেছে যে আদরকে তুই বাঁদর, ভেড়ি বললি?
-আরে আদর কিছু করেনি। করেছে তোর গুণধর ভাইপো, আদরকে পেয়ে ব্যবসা বিক্রি করে দিচ্ছে? আরে খাবে কী?
মাসি উত্তেজিত,
-সেকী কথা রে? হ্যাবলা বউ পেয়ে পাগল
হয়ে গেছে যে দেখছি।
মা কাঁদে,
-আমিও ভুল করে রাগের মাথায় কীসব বকে ফেললাম, অনুতাপ হচ্ছে। আর তাবলে আদর বাড়ি ছেড়ে চলে যাবে? এটা কি ঠিক?
মাসি বোঝায়,
-আরে ওই বা কী করবে বল? তিন মাসের গর্ভবতী না?
-এমা! গর্ভবতী মেয়েকে আমি তাড়িয়ে দিলাম, ছি ছি!
মা আপশোশ করে।
বৌমার পেটে তিনমাসের বাচ্চা। বংশের উত্তরাধিকার।
হ্যাবলা দৌড়ে আসে মায়ের কাছে,
-মাসি কী বললে, তোমার বৌমা গর্ভবতী?
আর তুমি
আপশোশ করছ? বলিহারি তোমার বুদ্ধি!
পাঁচদিন বিয়ে হয়েছে সবে আর
আমার বউ কিনা তিনমাসের গর্ভবতী?
মা হ্যাবলাকে জড়িয়ে ধরে,
-ওরে হ্যাবলা, তোকে আমিও বোকা
ভাবতাম, এখন দেখছি আমিই একটা বোকা।
বিস্তর ভাবনাচিন্তা চলে। শেষ
নেই। কারণ মাত্র পাঁচদিন বিয়ে হলে তিন মাসের গর্ভ কী করে হয়? এ কী করে মীমাংসা
হবে?
ক্যাবলার মাথা খারাপ হওয়ার
জোগাড়! না পারছে কিছু বুঝতে না পারছে কাউকে কিছু জিজ্ঞাসা করতে। কীই-ই যে হল কিছুই
বোঝা গেল না। ভাল বউদি চলে গেল?
দাদা
দোকান বিক্রি করে দেবে বলছে। আমিও একটা কাজ করি দাদার দোকানটা কিনে নিই তারপর একটা
সুন্দরী দেখে বিয়ে করে নিই। আর তো কেউ কিছু বলতে পারবে না, রোজগারে হয়ে যাব। আর তখনই বুঝতে পারব কেন এবং কীসে পাঁচ দিন
বিয়ের পরে আমার বউ তিনমাসের গর্ভবতী হবে?
ক্রমশ
ধন্যবাদান্তে শুভেচ্ছা জানাই 🙏
ReplyDelete