প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

শেষ থেকে শুরু [৫ম পর্ব] | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/সাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/১ ৯ তম সংখ্যা/ ৩০শে কার্ত্তিক , ১৪৩১ ধারাবাহিক উপন্যাস পারমিতা চ্যাটার্জি শেষ থেকে শুরু [৫ম পর্ব...

Saturday, August 5, 2023

বর্ষা | ভর দুপুরে | চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

 

বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০

কবিতা
বর্ষা
চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

ভর দুপুরে

যেমন করে বৃষ্টি নামায় শঙ্কা বিহীন মেঘ আকাশে,
ছন্দ বাজায় গোত্র ছাড়া মুষলধারী 'জল'-নামা সে।
তেমন করে শাঁখের ফুঁয়ে ঈশান কোণে বজ্র হানে,
শব্দ-শরে আসর জমায় ধুপছায়া গাছ অভিমানে।

যেমন করে বৃষ্টিরা সব গাছের পায়ে পা রেখেছে,
মেঘ-বাহীরা বাতাস হয়ে মেঘমল্লার সুর বেঁধেছে।
তেমন করে বাষ্প হয়ে বুকের ভিতর ভর দুপুরে,
বৃষ্টি হয়ে পড়ছে ঝরে মেঘলা বেলার জল নূপুরে।
 
যেমন করে বৃষ্টিকালে সকাল থেকেই সন্ধ্যা নামে,
আবছায়া মেঘ ঘষা কাচের জানালা হয়ে হঠাৎ থামে।
তেমন করে নদীর জলে মুখ দেখে যায় আয়না ছবির,
কৃষ্ণচূড়া চুপটি করে তাকিয়ে থাকে শান্ত স্থবির।
 
যেমন করে আমার ছাদে মেঘ ধুয়ে যায় জলোচ্ছ্বাসে,
শ্রাবণ ঝুমুর বৃষ্টিগুলো গেয়ে ওঠে গান কী উচ্ছ্বাসে।
তেমন করে উদাস রাই'য়ের বুক ভেসে যায় চোখের জলে,
বনমালী-মেঘ খোঁজে রাধা একা মনের কৌতূহলে।

4 comments:

  1. অপূর্ব,,, অপূর্ব সৃষ্টি

    ReplyDelete
  2. ভালো লিখেছেন।

    ReplyDelete
  3. দারুণ... আবছায়া মেঘ ঘষা কাচের জানালা হয়ে হঠাৎ থামে..খুব সুন্দর লাইন

    ReplyDelete
    Replies
    1. চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়August 7, 2023 at 8:38 PM

      আন্তরিক ধন্যবাদ

      Delete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)