বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
কৌশিক চক্রবর্ত্তী
চরিত্রহীন
আজ মেঘলা আকাশ। নিজেকে ভিজিয়ে নেবার সুযোগ। একমাত্র কাকভেজা হলে স্পষ্ট হয় গোপন চরিত্র। ঘন মেঘের দাপট সংশয়হীন। এবার শিলাবৃষ্টি হলে তুলে নেব কয়েকটা বিষে ডোবানো অহংকারী জিভ। এরপর দাবি করব নিজের অধিকার। কৃষ্ণগহ্বরের মাপ সীমিত। হয়তো বেপাড়ার পুকুরটার চেয়েও কম। তাই ভিজে যাবার পরে আমিও দায়হীন। ক্ষমতা প্রয়োগের কথা ভেবে দেখিনি আর। বরং ভেবেছি চুম্বকের অপারগতার কথা। আজ বৃষ্টি আর পিচ্ছিল পুকুরঘাটের মাঝে অনিয়মিত ধুসর গোধূলি। চরিত্রহীন হবার জন্য এটুকুই সাহসের প্রয়োজন ছিল একদিন।
দুর্দান্ত কিছু,,,,, এইটুকু সাহসের জন্যই বর্ষা আরো রূপসী হয়ে ওঠে
ReplyDelete