বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
সফরনামা- ৪
তুমি কি সঙ্গী হবে, আমার এই যাত্ৰাদিনে
দু' দিনের এই জীবনে কে যে কার সঙ্গী জানো!
আলাদিন পথের পরে জ্বেলে দেয় জ্ঞানের আলো
ব্যথা ভরা কুলুঙ্গিতেই সফরের পিদিম জ্বালো!
দু' দিনের এই জীবনে কে যে কার সঙ্গী জানো!
আলাদিন পথের পরে জ্বেলে দেয় জ্ঞানের আলো
ব্যথা ভরা কুলুঙ্গিতেই সফরের পিদিম জ্বালো!
শিকড়ের যাত্ৰা শুরু মাটির ওই বুকের ভিতর
শরীরের নীল কোলাহল শরীরে লাল মদিরা
আঁধারের পশমি চাদর যাত্রায় বিছায় কালো
কামনায়় বিবশ দেহ নাও বায় দেহের চরায়
মোহনার সঙ্গমী ঢেউ গোপনে ঢেউ ভেঙেছে
মেঘ জোড়া বৃষ্টি দিনে, তুমি পাশে যাত্ৰাসাথী
ছাতাতে দু' জন শুধু হাতে হাত আগুন ধরাই
রক্তের সফরনামা দু' ঠোঁটের রঙিন কোলাজ
পাখিদের উড়ানপথে চল মন পথেই হারাই!
অনবদ্য সুন্দর🙏🏻🙏🏻
ReplyDelete