আবার খুব বড়লোক মানে পয়সাওয়ালা লোক হলেও তাকে মালদার লোক বলা হয়৷ সে জীবনে মালদা না গেলেও৷ ওই জন্য লটারি সেন্টারের নাম হয় মালামাল উইকলি৷
খুব মাল কামিয়েছে মানে পয়সা কামিয়েছে৷ আবার মাল মানে বোঝা৷ বড়বাজারে কুলিরা মাল নামায় ঘাড়ে করে আর শেঠজীরা মাল কামায় গদিতে বসে৷
সর্ব শেষ আরেকরকম মালের কথা বলতেই হয়৷ তা হল মাল৷ মানে মাল খাওয়া৷ "চল আজ একটু মাল খাই৷" বললে আর বোঝাতে হবে না যে কী বলতে চাইছে৷ এ মালের ভাগ নেয়নি এমন লোক খুঁজে পাওয়াও দুষ্কর৷ ব্যাপারটা এমন যে, কিছু মালদার লোক (মালদাবাসী নয়) প্লেটে কিছু মাল নিয়ে গ্লাসে করে মাল খাচ্ছে৷ তবে যারা এই কম্মটি করছে তাদের মাল আছে আর যারা এই পরিসেবা দিচ্ছে তারা মাল কামাচ্ছে৷
আজকের পৃথিবীতে সবই চলছে এই মাল কামানোর খেলা৷ মার্কস বলে গেছিলেন যে পুঁজিপতিরা মাল কামানোর নেশায় এত মত্ত থাকবে যে নিজের ফাঁসির দড়িটাও বিক্রি করতে পিছপা হবে না৷ তিনি কোনো জ্যোতিষী ছিলেন না৷ সমাজবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেছিলেন৷ আজ দেখুন লক্ষাধিক লোক মারা যাওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে দেওয়া হয়েছে৷ ভাববেন না এ মেহনতী মানুষকে বাঁচানোর জন্য৷ শুধু এখানে নয় পৃথিবীর সর্বত্র লকডাউন তোলা হচ্ছে যাতে লোকের পকেটে মাল আসে৷ এই যে পরিযায়ী শ্রমিকদের দুঃখে নেতারা চোখের জলে নদী তৈরি করে লোকগুলোকে মালের মতোই গাদাগাদি করে বিদায় করে দিচ্ছেন যেমন ভাবে লোকে আপদ বিদায় করে তা সে না করে সেই পরিমাণ মাল যদি ওদের পকেটে দিতেন তবে ওদের হয়রানি করে এভাবে আসতে হত না৷ মাল কামানোর নেশায় টলমল সবাই৷ পুঁজিপতি, সরকার, জনগণ সবাই৷ তবু তার মধ্যেই কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোকের দেখা মেলে যারা অকাতরে মাল বিলিয়ে যায় গরিবদের জন্য৷ তাদের লাখো সেলাম৷
মাল নিয়ে অনেক কথাই বলা যায় তবে আজ এই পর্যন্তই থাক৷ মাল কামান৷ ভাল থাকুন৷
সমাপ্ত
No comments:
Post a Comment