বাতায়ন/শারদ/ছড়া/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন,
১৪৩০
শারদ
| ছড়া
দীপক রঞ্জন কর
শরৎ শোভা
পদ্ম পাতায় বিছানা পাতা
দিঘির শান্ত জলে
অপরূপ শোভা দেখ
নীল আকাশ তলে।
নদী পাড়ে কাশ ফুলেরা
উড়ছে হাওয়ার দোলে
বাতাস ভরে সুবাস ছড়ায়
ভোরের শিউলি ফুলে।
বছর ঘুরে মা আসছেন
সাজো সাজো রবে,
আসছে শরৎ হাসছে জগৎ
হৃদয় আনন্দে সবে।
হিমেল বাতাস পরশ গায়ে
ধানের শিষে শিশির
শঙ্খ ঢাকে আসছে পুজো
স্বপ্নে জাগা নিশির।
ধনী গরিব সবার ঘরে
খুশির উৎসব ওই
ছেলে বুড়ো সকলে মিলে
আনন্দের হইচই।
দিঘির শান্ত জলে
অপরূপ শোভা দেখ
নীল আকাশ তলে।
উড়ছে হাওয়ার দোলে
বাতাস ভরে সুবাস ছড়ায়
ভোরের শিউলি ফুলে।
সাজো সাজো রবে,
আসছে শরৎ হাসছে জগৎ
হৃদয় আনন্দে সবে।
ধানের শিষে শিশির
শঙ্খ ঢাকে আসছে পুজো
স্বপ্নে জাগা নিশির।
খুশির উৎসব ওই
ছেলে বুড়ো সকলে মিলে
আনন্দের হইচই।
No comments:
Post a Comment