বাতায়ন/শারদ/কবিতা/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | কবিতা
বিজয় শীল
মায়ের মুখ
ঘাস-শিশির বৃষ্টিরাত
ধুয়ে দিলে
ভোরপাখির ঠোঁটে শরৎ হাসে-খেলে
কাশ-শিউলি আর খুশি-খুশি
ধানফুল
মায়ের মুখ আঁকে নিভৃত অন্তরালে
কুমোরটুলির কোন্
শিল্পীসাধক সে
শ্রেষ্ঠ নারীমুখ আঁকে মনের আকাশে?
তখন ভালবাসা হাঁটে
শিশিরে
নদী মাঠঘাট শহর প্রান্তরে,
তখন মাটির পুতুলেও প্রাণ আনচান!
ঈশ্বরী-মা কেমন করে ঘরের-মা হয়ে যান!
ভোরপাখির ঠোঁটে শরৎ হাসে-খেলে
মায়ের মুখ আঁকে নিভৃত অন্তরালে
শ্রেষ্ঠ নারীমুখ আঁকে মনের আকাশে?
নদী মাঠঘাট শহর প্রান্তরে,
তখন মাটির পুতুলেও প্রাণ আনচান!
ঈশ্বরী-মা কেমন করে ঘরের-মা হয়ে যান!
বেশ ভালো লাগলো
ReplyDeleteবেশ ভালো। ধন্যবাদ।
ReplyDeleteদারুণ
ReplyDelete