বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ
| কবিতা
বনশ্রী রায় দাস
ভালবাসার মন্ত্র
ছলনার খেলা খেলছে আশ্বিনের ঋতু-মেঘ
সূর্যের তীব্র রশ্মি নীল আকাশ ফুঁড়ে
ঝলসে দেয় স্থলপদ্মের কোমল পাপড়ি
বিষাদ স্তোত্র আঁচলে বেঁধে
বিবাগি নদী, নিরুদ্দেশে দিচ্ছে পাড়ি
আর কতদিন রক্তের পাহাড় ডিঙিয়ে
দেখতে পাবো নতুন আলোর নিশানা
তবু তুমি আসবে এই আশায় উদাসী
ঘরের দোতারা, স্বপ্নে ভেজাবে ডানা
নহবতের সুরে উল্লসিত নাটমন্দির—
নীল আকাশের আলেখ্যপাঠ করছে
কাশের আদর, শিউলিফুলে শিশির দানা
কষ্ট হৃদয় ভরে যাবে ভালবাসার মন্ত্রে
থাকব তোমারই অপেক্ষায় খেয়াঘাটে…
সূর্যের তীব্র রশ্মি নীল আকাশ ফুঁড়ে
ঝলসে দেয় স্থলপদ্মের কোমল পাপড়ি
বিষাদ স্তোত্র আঁচলে বেঁধে
বিবাগি নদী, নিরুদ্দেশে দিচ্ছে পাড়ি
দেখতে পাবো নতুন আলোর নিশানা
তবু তুমি আসবে এই আশায় উদাসী
ঘরের দোতারা, স্বপ্নে ভেজাবে ডানা
নহবতের সুরে উল্লসিত নাটমন্দির—
নীল আকাশের আলেখ্যপাঠ করছে
কাশের আদর, শিউলিফুলে শিশির দানা
থাকব তোমারই অপেক্ষায় খেয়াঘাটে…
No comments:
Post a Comment