প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ছেলেখেলা | নজর উল ইসলাম

বাতায়ন /কবিতা /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা নজর উল ইসলাম   ছেলেখেলা   পৃ...

Saturday, October 7, 2023

শারদ | ভাল রাখা


বাতায়ন/শারদ/সম্পাদকীয়/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | সম্পাদকীয়

ভাল রাখা


শারদ শুভেচ্ছা…
জাতিধর্ম নির্বিশেষে বিশ্বের সমস্ত বাঙালির অন্যতম প্রধান উৎসব। মানুষ তো বটেই প্রকৃতিও যেন সামিল হয়ে মেতে ওঠে। বর্ষা ঋতুর অবসানে হালকা মেঘ ফিরে যেতে যেতে, হঠাৎ হঠাৎ, কোথাও কোথাও নিজেকে সংযত রাখতে না পেরে ঝরে পড়ে প্রবল বেগে, হয়তো রাস্তার এক পাশে দাঁড়িয়ে মানুষ নিশ্চিন্তে দেখে তার ক্ষণিক লীলা। কোথা থেকে সোনারোদ এসে হাজির হয়… সকলেই বোঝেন এসেছে শরৎ, আগমনির আগমনের সময় আসন্ন।

ভাল থেকো, ভাল রেখো। চেষ্টা করলে ভাল থাকা যায়, কিন্তু ভাল রাখা বড় দায়। এবং যারা এটা বলেন তারা নিজেরা সত্যিই কি সে কথা মানেন? সত্তর দশকের গোড়ার দিকে, দূরদর্শনের যুগ আসেনি তখনও, ট্রানজিস্টরই ভরসা। মানুষের বিশ্বাস ছিল, চণ্ডীপাঠ যত জোরে বাজানো যায় তত ভাল। কার ভাল, কেন ভাল তা অবশ্য স্পষ্ট নয়।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শোনার সময় ঘরদোর পরিষ্কার, গঙ্গাজল ছেটানো, ধূপধূনো দেওয়া রেওয়াজ ছিল। সেইসঙ্গে চা-বিস্কুট এবং কুশীলবদের সুখ্যাতির জোয়ার। এবং তাতে আহা-বাহা করার খামতি ছিল না। কতটা মন দিয়ে তারা শুনতেন, প্রশ্নের অবকাশ থেকেই যায়। তারাই যখন ট্রানজিস্টর বা টেপরেকর্ডারে তাদের পছন্দের বাংলা বা হিন্দি গান ঠিক ততটাই জোরে বাজাতেন, তখন সেটা কার ভালর জন্য? আসলে প্রায় সব ক্ষেত্রেই নিজেকে জাহির করার একটা বিষয় থেকেই যায়। নিজেকে অন্যের থেকে ভাল, এটা প্রমাণের চেষ্টা না করলে বোধহয় মানসিক তৃপ্তি হয় না।

সাধারণ মানুষের কথা নাহয় বাদ রাখা গেল। কিন্তু অধিকাংশ ধর্মীয় গুরু বা সাধুসন্ত মহারাজ যখন একই কথা বলেন, তারা সত্যি সত্যিই অন্যকে ভাল রাখার কতটা চেষ্টা করেন, সে প্রশ্নও অন্তরে উঁকি দেয়। সন্ন্যাসীর জীবনযাপনের যে চিত্র বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় তা কি তবে ভুল, মিথ্যে?

চণ্ডীতে ভাল রাখার কথা ধর্মপ্রাণ মানুষ মাত্রেই যদি সত্যিই মানেন, তবে শুধু দুর্গাপুজোর সময়ই কেন, কেন বছরের সবসময় নয়?

সকলে ভাল থাকুন, অন্যকেও ভাল রাখার সত্যি-সত্যিই চেষ্টা করুন।


No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)